হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের উরমিয়া শহরে 'আইয়ামে ফাতেমিয়া' উপলক্ষে আয়োজিত মজলিস-ই-আজার ভাষণে হুজ্জাতুল ইসলাম মাহদি আব্বাস আলীপুর বলেছেন যে হজরত যাহরা (সা.)-এর ফজিলত বর্ণনা করলে আমরা তাঁর জ্ঞান সাগরের এক ফোঁটাও বর্ণনা করতে পারব না।
তিনি বলেন: মহানবী (সা.) মানবতার জন্য গর্ব, শিয়া ও সুন্নিসহ খ্রিস্টান ও ইহুদি আলেমরা তাঁকে নিয়ে অনেক বই লিখেছেন।আর আসমানী ধর্মে বিশ্বাসী সকল মানুষ হজরত যাহরা (সা.)-এর জন্য গর্বিত।
তিনি আরও বলেন: আহলে বাইত (আ.) শুধুমাত্র শিয়াদের নয় বরং মুসলমান এবং একেশ্বরবাদীদের জন্যই গর্বের উৎস। বরং তারা বিশ্ব মানবতার জন্যও গর্বের উৎস এবং আমরা আলেমদের বাণী থেকে এটি জানতে পারি যে, হযরত যাহরা মারযিয়াহ (সা.) পৃথিবী ও আরশের জন্য গর্বের উৎস।
তিনি বলেন: হাদিস অনুযায়ী, ফরজ নামাজের পর হজরত জাহরা (সা.)-এর তাসবিহ পাঠের সওয়াব হলো, এক হাজার রাকাত মুস্তাহাব নামাজের থেকে বেশি।
হুজ্জাতুল ইসলাম আব্বাস আলীপুর বলেন যে মহান আল্লাহ জান্নাতসহ জান্নাতের সকল নেয়ামতকে হযরত যাহরা (সঃ)-এর মোহরানা হিসেবে ঘোষণা করেছেন।
আপনার কমেন্ট